ক্রাইম জনপদ ডেস্কঃ
বরিশালের বাকেরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় আজিজুর রহমান বাবলু (৩৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আটকৃত যুবলীগ নেতা উপজেলার পৌর মেয়র লোকমান ডাকুয়ার প্রধান সহযোগী বলে জানা গেছে এবং পৌর এলাকার ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ভূমি অফিসের দালাল হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তিনি ওই ওয়ার্ডের মৃত সোবহান শরিফের ছেলে। খোঁজ নিয়ে আরো জানা গেছে আটককৃত বাবলু ভূমি অফিসের দালাল হওয়ায় পৌর মেয়র লোকমান ডাকুয়া তাকে ব্যবহার করে কলসকাঠীর মুসলীম পাড়া চর সহ বিভিন্ন স্থানে জমি দখল করার সুনিদৃষ্ট অভিযোগ রয়েছে। আটককৃত ধর্ষণ মামলার আসামীকে মুক্ত করার জন্য পৌর মেয়র লোকমান ডাকুয়ার দৌড়ঝাঁপ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার এক নারী বাকেরগঞ্জ থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে পুলিশ শুক্রবার ভোরে পৌরসভার ৫নং ওয়ার্ডের তার নিজ বাড়ি থেকে আটক করে।
জানা যায়, এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে আজিজুর রহমান বাবলুকে বিয়ের জন্য চাপ দিলে বাবলু তাকে বিয়ে করতে অস্বীকার করেন। ওই নারী কোনো উপায় না পেয়ে বাকেরগঞ্জ থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তাকে পুলিশ আটক করে।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন সাংবাদিকদের বলেন, ধর্ষণের ঘটনায় এক নারী তার বিরুদ্ধে অভিযোগ দিলে তাকে আটক করা হয়।
Leave a Reply