ক্রাইম জনপদ ডেস্কঃ
খোলা চিঠি-
লোকমান হোসেন ডাকুয়া,পৌর মেয়র,বাকেরগঞ্জ।
লোকমান ভাই,আপনার প্রতি আংশিক শ্রদ্ধা রেখে বলছি,দয়া করিয়া, মায়া করিয়া,মহব্বত করিয়া আমার টাকা গুলো দিয়ে দিন।আপনি অনেক বড় নেতা হয়েছেন,আপনি যে করেই হোক কারি কারি টাকা ধন সম্পত্তির মালিক হয়েছেন,আপনার কোনো কিছুর অভাব নেই। আমার মতো দলের একজন নিবেদিত কর্মীর টাকা গুলো খেয়ে আর কতো বড়লোক হবেন?
২০১৭ সাল থেকে ঘুরাচ্ছেন,অনেক নাটকীয়তার পরে ১৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক দিলেন,দুই বারে ৫ লক্ষ করে ১০ লক্ষ টাকা পরিশোধ করলেন,পরবর্তিতে ৬লক্ষ ৫০ হাজার টাকার চেক দিলেন,এই চেকের টাকা নেয়ার জন্য আপনার পৌরসভার অফিসে ডাকলেন,অথচ চেক জমা নিয়ে টাকা না দিয়ে পল্টি নিলেন।
শেষ পর্যন্ত অনেক দেন দরবারের পরে আপনি এই লিখিত টা দিলেন।চেক ফেরত দিলেন না টাকাও দিলেন না,আপনার নির্বাচন সামনে ছিলো বিধায় চেক ডিসঅনার মামলার ভয়ে সুকৌশলে চেকটি হস্তগত করলেন। আজ প্রায় দু,বছর টাকা দিলেন না।
আপনি আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন,আপনি ঐ অবস্থানে থেকে আপনার নিজের দেয়া ওয়াদা নিজে ভঙ্গ করা আপনার জন্য শোভা পায় কিনা? আপনার প্রতি শ্রদ্ধাবোধ থাকে কিনা? আপনি আমার এই কষ্টের টাকা টা ফেরত দিলে কি আপনি অনেক গরীব হয়ে যাবেন?
প্লিজ, একটু বোঝার চেষ্টা করুন! দুনিয়াতে কাউকেই ছোট করে দেখা ঠিক নয়,দেয়ালে পিঠ ঠেকে গেলে কে কখন বাঘ হয়ে যায় বলা মুশকিল। আপনি প্রায় চার বছর ধরে আমার কষ্টে গড়া ব্রিকফিল্ড গায়ের জোড়ে ভোগ করে যাচ্ছেন,অথচ আমার নূন্যতম প্রাপ্য টাও ফেরত দিচ্ছেন না,এটা চরম অন্যায় এবং জুলুমের সামিল কিনা? আপনি আমার ফোন রিসিভ করলে হয়তোবা আমাকে এভাবে লিখতে হতো না! অনুগ্রহপূর্বক জরুরী বিবেচনা করুন।
Leave a Reply