ক্রাইম জনপদ ডেস্ক:
কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী(সিআইপি)’র উদ্যোগে ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের তত্ত্বাবধানে আয়োজিত মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হয়েছে।১৬ নভেম্বর সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন বলরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিন আকালিয়া বনাম ২ নং ওয়ার্ড কালাইগোবিন্দপুর।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ন খেলায় রাজিব এর দেয়া গোলে দক্ষিন আকালিয়া ১-০ গোলে জয়লাভ করে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ও বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূর নবী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান সরকার, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ স্বপন সরকার, বলরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ রেনু মিয়া,২ নং ওয়ার্ডের সদস্য মোঃ নুরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহ আলম ও সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ শিখা আক্তার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জেভেল আহমেদ,মোঃ জহিরুল ইসলাম, খোকন মিয়া,স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ হযরত আলী ও বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মাসুমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত ফুটবল খেলায় রেফারির দায়িত্ব পালন করে মুবিন সরকার।
খেলা শেষে আজকের ম্যাচের একমাত্র গোলদাতা রাজীবকে মধ্যে আকালিয়ার সেরা ক্রীড়ানুরাগী হিসেবে প্রাইজ মানী প্রদার করেন ফিরোজ হোসেন। সুশৃঙ্খল ও সৌহার্দপূর্ন আচরণের মাধ্যমে খেলাটি সম্পন্ন হওয়ায় দুই দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূর নবী।তিনি বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধূলার কোন বিকল্প নেই।
Leave a Reply